কেন এমন হয়
লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫১:৪০ সকাল
কেন এমন হয়
মাঝে মাঝে এ হৃদয়
বিরহে জড়ায়!
কেন এমন হয়
বৃষ্টি ভেজারাতে মন
তোমায় কাছে চায়|
কেন এমন হয়
তোমার পরশে
মুগ্ধ হৃদয়|
কেন এমন হয়
তোমার প্রতিক্ষায়
কাটেনা সময়|
বিষয়: সাহিত্য
৮০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন